Miss Fire

লাইসেন্স নিতে এসে পিস্তলের গুলিতে জখম 

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাট মহকুমাশাসকের কার্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৪:৫৯
Share:

জখম বৃদ্ধ রানাঘাট হাসপাতালে। সোমবার। নিজস্ব চিত্র

বন্দুকের লাইসেন্স নবীকরণ করাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, তাঁর নাম হরিনারায়ণ হালদার। বয়স বছর ৭৩। বাড়ি ধানতলা থানার আড়ংঘাটা পুচেমারা এলাকায়, একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি। তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাট মহকুমাশাসকের কার্যালয়ে। পুলিশ সূত্রে জানা যায়, অনিল হালদার নামে এক জনের পিস্তল থেকে গুলি ছুটে হরিনারায়ণের উরু ছুঁয়ে বেরিয়ে যায়। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। মহকুমাশাসক রানা কর্মকার বলেন, “কোনও ভাবে গুলি ছুটে ওই ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধ সুস্থ আছেন।”

প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর থেকে বন্দুকের লাইসেন্স নবীকরণ শুরু হয়েছে। এ দিন সকালে শান্তিপুর থানার ফুলিয়া মালিয়াপোতার বাসিন্দা অনিল হালদার পিস্তলের লাইসেন্স নবীকরণ করাতে এসেছিলেন। তিনি পেশায় নিরাপত্তারক্ষী। কোনও ভাবে ঘোড়ায় হাত লেগে তাঁর পিস্তল থেকে গুলি ছুটে যায়। পাশে দাঁড়িয়ে থাকা হরিনারায়ণর উরু ছুঁয়ে বেরিয়ে যায় সেটি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রানাঘাট মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শ্যামলকুমার পোড়ে বলেন, “গুলি লাগলেও আঘাত গুরুতর নয়। চিকিৎসা চলছে। উনি এখন সুস্থ আছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement