BSNL

বিএসএনএল নেট পৌঁছে দিচ্ছে কেব্‌ল

প্রকল্প অনুযায়ী বিএসএনএল হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা শহর ও গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

Advertisement

সুদেব দাস

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ০৬:২০
Share:

ব্রডব্যান্ড পরিষেবা দেবে বিএসএনএল। — ফাইল চিত্র।

বেসরকারি সংস্থার ব্রডব্যান্ডে ইন্টারনেট পরিষেবার সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত ভারত সরকার নিগম লিমিটেড (বিএসএনএল)। এ বার স্থানীয় কেব্‌ল অপারেটরদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিএসএনএলের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে নদিয়া জেলাতেও। প্রথম পর্বে বিএসএনএলের এমন পরিষেবা ও খরচ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপভোক্তারা।

Advertisement

বিএসএনএল সূত্রে খবর, গত বছর মাঝামাঝি সময়ে ‘ভারত উদ্যমী’ নামে একটি প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্প অনুযায়ী বিএসএনএল হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা শহর ও গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যদিও নদিয়া জেলায় এর কাজ শুরু হয়েছে গত বছর নভেম্বর মাসে। দফতরের আধিকারিকদের কথায়, ‘‘কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় কেব্‌ল অপারেটরদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিএসএনএল। সংশ্লিষ্ট অপারেটরদের নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট পরিষেবার মূল সংযোগ, তারের মাধ্যমে বিএসএনএলের তরফে দেওয়া হচ্ছে। তার পর অপারেটরেরা গ্রাহকদের কাছে সেই সংযোগ পৌঁছে দিচ্ছেন।’’ প্রকল্পের জেলা নোডাল অফিসার তথা বিএসএনএলের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রীতম ভৌমিক বলেন, “গত দু’মাসে জেলায় এই কাজ শুরু হয়েছে। উপভোক্তাদের এই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সংযোগের জন্য আলাদা করে কোনও খরচ বহন করতে হচ্ছে না। এর জন্য কেন্দ্রীয় সরকার সরাসরি সংশ্লিষ্ট অপারেটরদের অর্থ দিচ্ছে। গ্রাহকদের কাছ থেকে পরিষেবা নিয়ে তেমন কোনও অভিযোগ পাইনি।’’

জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩১০ জন গ্রাহক এই ইন্টারনেট কানেকশন নিয়েছেন।

Advertisement

তবে রানাঘাটের কেবল অপারেটর গদাই সরকার বলেন, “শহর এলাকায় বিএসএনএলের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহকদের কাছ থেকে সামান্য কিছু সংযোগ খরচ নেওয়া হচ্ছে। তবে গ্রামীণ এলাকার বাসিন্দাদের এর জন্য কোনও খরচ বহন করতে হচ্ছে না।”

সম্প্রতি রানাঘাট পুরসভা অফিসেও বিএসএনএলের এই সংযোগ নেওয়া হয়েছে। ইন্টারনেট পরিষেবা নিয়ে পুরসভার আধিকারিক শমীক মজুমদার বলেন, ‘‘আগে একটি বেসরকারি সংস্থার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার হত। বিএসএনএল ব্যবহারে সেই খরচ কিছুটা কমবে। পরিষেবা নিয়ে এখনও পর্যন্ত সমস্যা হয়নি।’’

আবার, কলেজ পড়ুয়া রাজ পাত্র বলেন, ‘‘প্রতিটি ব্রডব্যান্ড কোম্পানি নতুন সংযোগের ক্ষেত্রে ৬ মাসের প্যাকেজ ধরিয়ে দিচ্ছে। পরবর্তী রিচার্জের ক্ষেত্রে বেসরকারি সংস্থা কিংবা বিএসএনএল-এর খরচ প্রায় সমান। তবে ঝড়-বৃষ্টির সময় বোঝা যাবে এর পরিষেবা ব্যাহত হলে কত দ্রুত স্বাভাবিক হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement