Bomb recovered

ভরতপুরে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বোমা, ঘটনাস্থলে বম্ব ডিস্পোজ়াল স্কোয়াড

গভীর রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে গ্রামের ফাঁকা মাঠের মধ্যে পরিত্যক্ত বাড়ি থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ভরতপুর শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১৫:৪৯
Share:

ফাইল চিত্র।

গভীর রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে গ্রামের ফাঁকা মাঠের মধ্যে পরিত্যক্ত বাড়ি থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত ভাটেরা গ্রামে ঘটনাটি ঘটেছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের আবহে প্রায় প্রতিদিন মুর্শিদাবাদের একাধিক থানা এলাকায় তাজা বোমা উদ্ধার হচ্ছে। শমসেরগঞ্জ এলাকায় কালভার্টের নীচে, রানিনগর এলাকায় বাড়ির ভিতরে, সুতি এলাকায় গোয়ালঘরে, হরিহরপাড়ায় চাষের জমিতে, ভরতপুরে পুকুর পাড়ে, খরগ্রামে আম বাগানে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে জেলায়। জেলা পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগকে সক্রিয়তা থাকতে বলা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। তদন্তকারীদের দাবি, তাতেই একের পর এক সাফল্য আসছে।

বহরমপুর পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘পুলিশ তৎপরতার সঙ্গে বেআইনি অস্ত্র উদ্ধারে অতিসক্রিয় ভূমিকা গ্রহণ করছে। অতি সক্রিয়তার জেরে টানা সাফল্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement