Bomb

উদ্ধার হওয়া ২৬টি তাজা বোমা ফাটিয়ে নষ্ট করল বম্ব স্কোয়াড

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদে এ ভাবে এক সঙ্গে এত তাজা বোমা উদ্ধার হওয়ায় চিন্তিত জেলা পুলিশ প্রশাসন। কোথা থেকে এল, কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২২:৪৪
Share:

বোমা নষ্ট করছে বম স্কোয়াড। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে ভরতপুর থানা এলাকার শেরপুর গ্রামে ২৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে বম্ব স্কোয়াড গিয়ে সেগুলি মাঠের মাঝে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে।

Advertisement

কান্দি মহকুমা পুলিশ প্রশাসন জানিয়েছে, সকালে ওই এলাকায় ধান জমির মধ্যে প্রচুর তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ভরতপুর থানার ওসি রবি মালাকারের নেতৃত্বে একটি দল গিয়ে ২৬টি তাজা বোমা খুঁজে পান। সেগুলি থেকে সাধারণ মানুষকে দূরে রাখেন খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বম্ব স্কোয়াড বোমাগুলি মাঠের মাঝে ফাটিয়ে দেয়। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদে এ ভাবে এক সঙ্গে এত তাজা বোমা উদ্ধার হওয়ায় চিন্তিত জেলা পুলিশ প্রশাসন। কোথা থেকে এল, কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement