Bomb Discovered

ফরাক্কায় উদ্ধার ২০টি তাজা বোমা, গ্রেফতার এক

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পাঁচুলা গ্রাম থেকে একটি ড্রামে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ২৩:১৭
Share:

—প্রতীকী ছবি।

প্রায় ২০টি তাজা বোমা-সহ গ্রেফতার এক। একটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুলা গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পাঁচুলা গ্রাম থেকে একটি ড্রামে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ ড্রাম ভর্তি বোমা গুলি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বোম উদ্ধারের ২ ঘণ্টার মধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করে ফরাক্কা থানার অপরাধ দমন শাখা। ধৃতের নাম রকেট শেখ। বাড়ি ফরাক্কার আমতলা গ্রামের। রকেট শেখকে শনিবার জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। বোমাগুলি কেন মজুত করা হয়েছিল, তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement