Body Recovered

বড়ঞার পুকুরে ভেসে উঠল মৃত শিশু, কী ভাবে এল দেহ, খুঁজে দেখছে পুলিশ

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত শিশুর বয়স চার মাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ২২:০৭
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাড়ার পুকুরে স্নান করতে নেমেছিলেন স্থানীয় মহিলারা। হঠাৎই সেখানে ভেসে ওঠে এক শিশুর দেহ। মুর্শিদাবাদের বড়ঞা থানার তালোঙ্গা গ্ৰামের ঘটনা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত শিশুর বয়স চার মাস। তদন্তের স্বার্থে দেহটি পরে বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বড়ঞা তালোঙ্গা স্কুল এলাকায় একটি পুকুরে বৃহস্পতিবার স্থানীয় মহিলারা স্নান করছিলেন। হঠাৎ এক মহিলার পা ভারী কিছুতে ঠেকে। তিনি হাত দিয়ে দেখতে গেলে ভেসে ওঠে শিশুর দেহ। থানায় খবর দেন গ্ৰামবাসীরা। কী ভাবে দেহটি ওই পুকুরে এল, খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় মহিলা মৌসুমী মণ্ডল বলেন, ‘‘কয়েক জন পুকুরে স্নান করতে নেমেছিল। সে সময় হঠাৎ তাঁরা চিৎকার শুরু করেন। পাড়ার লোক জন এসে দেখি একটা শিশুর পচাগলা দেহ ভাসছে। খবর পেয়ে পুলিশ এসে দেহটি নিয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement