সমশেরগঞ্জে গঙ্গার ঘাটের কাছে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনহারারা। ছবি: ভিডিয়ো থেকে।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেই ঝড়বৃষ্টির মাঝেই ডিঙিতে চেপে বুধবার বিকেলে গঙ্গায় ইলিশ ধরতে বেরিয়েছিলেন কয়েক জন মৎস্যজীবী। সমশেরগঞ্জে দু’টি এবং ফরাক্কায় একটি ডিঙি নৌকা ডুবে যায়। স্থানীয়েরা নদীতে ঝাঁপ দিয়ে কয়েক জনকে টেনে তীরে তুলে এনেছেন। নিখোঁজ হয়েছেন প্রায় ১৬ জন মৎস্যজীবী। তাঁদের খোঁজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় কয়েক জন মৎস্যজীবী। স্থানীয়দের দাবি, সেই দলে ছিল ১০ থেকে ১২ বছরের কয়েকটি শিশুও। সন্ধ্যার মুখে উল্টে যায় মোট তিনটি ডিঙি নৌকা। সমশেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর এবং ধুলিয়ান পুরসভার এক নম্বর ঘাটে দু’টি ডিঙি নৌকা উল্টে যায়। পাশাপাশি, ফরাক্কার অর্জুনপুর গঙ্গা ঘাটে তলিয়ে যায় আরও একটি ডিঙি নৌকা। দুই ব্লকে প্রায় ২০ জন গঙ্গায় তলিয়ে যান। স্থানীয়েরা নেমে উদ্ধার করেন কয়েক জনকে। তাঁদের অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে গঙ্গার ঘাটে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তদারকি করছেন এসডিপিও।