—প্রতীকী চিত্র।
নদিয়ার উত্তর এবং দক্ষিণে একই পদে একাধিক দলীয় প্রার্থী থাকায় অস্বস্তিতে রয়েছে বিজেপি।
নদিয়া দক্ষিণের ব্লকগুলি অধিকাংশ মতুয়া অধ্যুষিত। সেখানে জেলা পরিষদ আসনে কোনও কোনও জায়গায় বিজেপির একাধিক প্রার্থী রয়েছেন। কৃষ্ণগঞ্জ, রানাঘাট ২, হাঁসখালি, চাকদহ ব্লকের একটি করে আসনে বিজেপির অতিরিক্ত প্রার্থী রয়েছেন। বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত কল্যাণী ব্লকেও একটি জেলা পরিষদ আসনে অতিরিক্ত প্রার্থী রয়েছেন বিজেপির।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মতো জায়গাতেও একটি আসনে একাধিক মনোনয়ন পড়েছে বিজেপির। কৃষ্ণগঞ্জ ব্লকে পঞ্চায়েত সমিতির ২১ আসনে বিজেপির মনোনয়ন পড়েছে ৩৪টি। হাঁসখালি ব্লকে ৩৯টি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির তরফে মনোনয়ন দিয়েছেন ৬৬ জন। রানাঘাট ২ ব্লকে পঞ্চায়েত সমিতির ৪২ আসনে বিজেপির তরফে মনোনয়ন দিয়েছেন ৫৫ জন। শান্তিপুর ব্লকের ২৯ আসনে রয়েছেন তাঁদের ৩৯ জন। গ্রাম পঞ্চায়েতেও একই ছবি। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, "প্রতীক দেওয়া হচ্ছে। একটি আসনে দলের এক জনই থাকবেন। বাকিরা প্রত্যাহার করে নেবেন।"
নদিয়া উত্তরেও বিজেপির একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা পরিষদের ২২ নম্বর আসনে প্রার্থী হিসাবে বিজেপি হিরন্ময়ী সরকারেন নাম ঘোষণা করেছে। ওই একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপির জেলা কমিটির সহ সভাপতি মানিক সরকার।
রবিবার রাতে প্রার্থীদের সঙ্গে জেলা নেতৃত্বের বৈঠকে এক প্রাক্তন জেলা সভাপতিকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।