MLA

TMC: বোমা বাঁধেন দলের প্রাক্তন ব্লক সভাপতি, দাবি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুনের

হুমায়ুনের দাবি, শনিবার উজুনিয়া গ্রাম থেকে যে বোমা উদ্ধার হয়েছে, তা অধুনা প্রাক্তন ব্লক সভাপতির তৈরি করা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভরতপুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২২:৫৯
Share:

হুমায়ুন কবীর

সদ্য তাঁকে ব্লক সভাপতির পদ থেকে সরানো হয়েছে। মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের সেই প্রাক্তন তৃণমূল সভাপতি আজাহারউদ্দিন সিজারের বিরুদ্ধে এ বার তোপ দাগলেন দলেরই বিধায়ক হুমায়ুন কবীর। আজহারউদ্দিনের বিরুদ্ধে বোমা বাঁধার অভিযোগ তুলেছেন ভরতপুরের বিধায়ক। তাঁর দাবি, শনিবার উজুনিয়া গ্রাম থেকে যে বোমা উদ্ধার হয়েছে, তা অধুনা প্রাক্তন ব্লক সভাপতির তৈরি করা। হুমায়ুনের এই অভিযোগের প্রেক্ষিতে আজহারউদ্দিনের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি।

Advertisement

শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় একটি দলীয় কর্মসূচিতে হাজির হয়ে হুমায়ুন বলেন, ‘‘ভরতপুর-২ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি আজহারউদ্দিন সিজার আর কোনও পুলিশি নিরাপত্তা পাবেন না। তাই তিনি বোমা বেঁধেছিলেন। সালার থানার পুলিশ সেই বোমাগুলি উজুনিয়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে। তার তদন্তও শুরু হয়েছে।’’

ভরতপুরের তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, হুমায়ুনের সঙ্গে আজহারউদ্দিনের ‘বিবাদ’ অনেক পুরনো। গত বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে সেই ‘বিবাদ’ চরমে উঠেছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আবার ‘ঝামেলা’ শুরু হয়েছে বলেই দাবি তৃণমূল সূত্রে।

Advertisement

এ প্রসঙ্গে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘যে কোনও অপরাধমূলক ঘটনার তদন্ত করে পুলিশ। এ বিষয়ে যা বলার পুলিশই বলবে।’’

কটাক্ষ করে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় দাস বলেন, ‘‘এত দিন আমরা অভিযোগ করতাম। এখন খোদ বিধায়ক অভিযোগ করছেন, তাঁর দলের নেতা বোম বাঁধার কারিগর! এর পরেও নির্লজ্জ সরকার নির্বিকার!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement