মৃত মণিকা বণিক।
রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন তিনি। লরি খুব কাছে চলে এসেছে খেয়ালই করেননি। সেই লরি চাপা পড়েই মৃত্যু হল জেলার এক বিজেপি নেত্রীর। তাঁর নাম মণিকা বণিক (৩৯)। বাড়ি কোতোয়ালি থানার ভান্ডারখোলা-আরশিখরি এলাকায়। মণিকাদেবী বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির মহিলা মোর্চার সম্পাদিকা ছিলেন। সেই সঙ্গে তিনি ছিলেন কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্যা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি মেয়েকে স্কুল থেকে নিতে যাচ্ছিলেন। সেই সময় কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছে পুলিশ লাইনের সামনে দুপুর দুটো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , মণিকাদেবী মোবাইলে কথা বলতে-বলতে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ে বাসস্ট্যান্ডের দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধেয়ে এসে তাঁকে ধাক্কা দেয়। মোবাইলে ব্যস্ত থাকায় তিনি সময়মতো সরে যেতে পারেননি। লরির চাকার নিচে চলে যায় তাঁর শরীর। মুহুর্তের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়ায় হকচকিয়ে যান পথচলতি মানুষ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি মহাদেব সরকার বলেন, ‘‘এই মৃত্যুতে আমাদের সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বুধবার মণিকাদেবীর মরদেহ জেলা দলীয় কার্যালয়ে নিয়ে আসা হবে।”