প্রতীকী ছবি।
কাঁটাতার পেরিয়ে ভারতে গম কিনতে এসে বিএসএফের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ঘটনা। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ মিস্টার। তাঁর দাবি, ভারত থেকে গম কিনে বাংলাদেশে নিয়ে গিয়ে বেশি টাকায় বিক্রি করতে চেয়েছিলেন তিনি। ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ১৪ কুইন্টাল গম বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর কাছ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সুতির চাদনিচক এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বাড়িতে গম কিনতে আসেন ওই বাংলাদেশি যুবক। তাঁকে গম কিনে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করে বিএসএফ। বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে হাজির করায় পুলিশ। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জানিয়েছে, ধৃত যুবক বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘অভিযুক্তকে সীমান্ত রক্ষী বাহিনী গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’’