মুর্শিদাবাদ জেলাতে এটিএম-কার্ড প্রতারণা, গ্রেফতার ১

এটিএম-কার্ড চক্র প্রতারণা চক্র ধরতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৩:২১
Share:

এটিএম প্রতাকরকে গ্রেফতার পুলিশের। নিজস্ব চিত্র।

এটিএম-কার্ড চক্র প্রতারণা চক্র ধরতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন।

Advertisement

বৃহস্পতিবার বহরমপুরে জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘বেশ কিছু দিন ধরেই আমাদের কাছে অভিযোগ আসছিল এটিএম-কার্ড প্রতারণার। কার্ড সোয়াইপ করার সময় এটিএম কার্ড বদলে নেওয়া হত গ্রাহকের এবং অরিজিনাল এটিএম কার্ড দিয়ে অন্য মেশিন থেকে টাকা তুলে নেওয়া হত। এ ভাবে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণা করা হয়েছে।’’ সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযান চালিয়ে শামিম নস্কর নামের এক জন গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ডায়মন্ডহারবারের বাসিন্দা সে। তার কাছ থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নিয়ে টিআই প্যারেড নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এই বিষয়ে সতর্কতার জন্য প্রচার বাড়ানোরও আবেদন করেন পুলিশ সুপার। তিনি বলেছেন, ‘‘এটিএমের ভিতরে গ্রাহক ছাড়া অন্যকেও থাকবে না। নিজের কার্ড নিজে নিয়েছেন কিনা তাও যেন দেখা হয়।’’ জনসাধারণের প্রতিও সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement