জঙ্গিপুর রোড স্টেশনের ট্রেন দেখতে এসেছেন সাধারণ মানুষ। নিজস্ব চিত্র।
লকডাউনের পর অন্যান্য জায়গায় ট্রেন চলাচল শুরু হলেও বাদ ছিল আজিমগঞ্জ-মালদহ শাখা। সোমবার সেই রুটে দু'টি স্পেশাল ট্রেন চালু হল। মালদহ-হাওড়া ইন্টারসিটি (স্পেশাল) এক্সপ্রেস ও নবদ্বীপ-মালদহ এক্সপ্রেস (স্পেশাল) ট্রেন দু'টি এ দিন থেকে চালু হয়েছে।
অনেক দিন পরে ট্রেন চালানোর খবর ছড়িয়ে পড়তেই দেখা গেল সেই পুরনো ছবি। স্টেশনে স্টেশনে শয়ে শয়ে মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে পড়েছেন। এই লাইনে ট্রেনের ভরসাতেই থাকে কয়েক লাখ মানুষ। অবশেষে ট্রেন চলাচল শুরু হতে তাঁদের মধ্যে স্বস্তি দেখা গিয়েছে। জঙ্গীপুর রোড স্টেশনের ছবিও ছিল একই। তবে স্টেশনে আসা সব মানুষ গন্তব্যে পৌঁছনর জন্য এসেছেন এমন নয়। দীর্ঘ দিন পর এই শাখায় ট্রেন চালু হতে শীতের সকালে সেই দৃশ্য উপভোগ করতেও হাজির হন অনেকে।