হাসপাতালে জখম যুবক আসান শেখ। নিজস্ব চিত্র।
বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন যুবক। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি চালানো হয়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জের পলাশি-১ পঞ্চায়েতের বাথানগাছি এলাকায়। হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আক্রন্ত হয়েছেন বাথানগাছি এলাকার বাসিন্দা আসান শেখ। তাঁর দাবি, কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কালীগঞ্জ থানার কুলবেড়িয়া বাজারের কাছে একটি বাইক তাঁর পিছু ধাওয়া করে। আচমকা পিছনের বাইকটি তাঁর সামনে এসে দাঁড়ায়। অভিযোগ, এর পর তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলি লাগে তাঁর ডান হাতে। যুবকের চিৎকারে আশপাশ থেকে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আসান বলেন, ‘‘ওরা আমার সামনে এসে বাইক থেকে নেমে যেতে বলেছিল। আমি বাধা দিতেই আমার বুক লক্ষ্য করে গুলি করে। আমি সরে গেলেও ডান হাতে গুলি লাগে।’’
এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। আক্রান্ত যুবকের সঙ্গে পুলিশ কথা বলেছে। এ নিয়ে নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত হবে।’’