ছবি: এক্স থেকে নেওয়া।
ডিম আগে না মুরগি, এই ধাঁধার উত্তর আজও সঠিক ভাবে মেলেনি। এ বার আরও একটি প্রশ্ন উঠল মুরগিকে নিয়ে। পাখি হলেও মুরগি কি সে ভাবে উড়তে পারে? একটি ভিডিয়োয় মিলল জবাব। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি মুরগি তাড়া খেয়ে বেশ খানিক ক্ষণ উড়তে থাকে। কিছুটা দূরে উড়ে গিয়ে অন্য একটি বহুতলে আশ্রয় নেয় সেটি। ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকে অবশ্য ভিডিয়োটির সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁদের অনেকেরই দাবি ভিডিয়োটি বিশেষ ভাবে সম্পাদিত। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তেই হাসি ও সংশয়, উভয় মতামতই জমা পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
২১ সেকেন্ডের এই ভি়ডিয়োয় দেখা গিয়েছে একটি হলুদ রঙের মুরগি একটি বাড়ির কার্নিসে ঘোরাফেরা করছে। তাকে একটি লাঠি দিয়ে তাড়া করতেই সেটি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গিয়ে রাস্তা পেরিয়ে অন্য একটি বহুতলের দিকে উড়ে যায়। সেখানে একটি বারান্দার বসে পড়ে মুরগিটি। এক্স মাধ্যমে একটি হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, ‘‘মুরগি উড়তে পারে, তারা কেবল অলস।’’ ভিডিয়োটি প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি বিশ্বাস করি, আমিও উড়তে পারি।’’
ভিডিয়োটি মজার হলেও বিজ্ঞানসম্মত ভাবে মুরগির দেহের গড়ন একটানা ওড়ার জন্য তৈরি হয়নি। সমাজমাধ্যম ব্যবহারকারীদের বক্তব্য, সেই মুহূর্তে মুরগিটি তাড়া খেয়ে ভয় পেয়ে বা আত্মরক্ষার তাগিদে হয়তো ওই ভাবে উড়ে গিয়েছে।