Murder

গাছ কাটা নিয়ে পড়শির হাতে খুন বৃদ্ধা

পুলিশ জানিয়েছে, নিহতের নাম রুবিনা বিবি (৬৩)। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে মহিরুল শেখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৬:০৭
Share:

—প্রতীকী চিত্র।

গাছ কাটাকে কেন্দ্র করে গোলমালে পড়শির ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক বৃদ্ধা। শনিবার মুর্শিদাবাদের ভরতপুরে রাজারামপুর করাইল গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রুবিনা বিবি (৬৩)। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে মহিরুল শেখ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে বাড়ির পাশে একটি গাছ কাটাকে কেন্দ্র করে পড়শি পিয়ারুল শেখের সঙ্গে বচসা বাধে মহিরুলের। তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, এই সময় হঠাৎই পিয়ারুল হাতে থাকা হাঁসুয়া নিয়ে মহিরুলের উপর চড়াও হয়। পাশেই ছিলেন রুবিনা। ছেলেকে বাঁচাতে যান তিনি। অভিযোগ, সেই সময় পিয়ারুল তাঁকে হাঁসুয়া দিয়ে কোপায়। মা-ছেলে দু’জনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। রুবিনার আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি মারা যান। পিয়ারুলকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement