প্রতীকী ছবি।
এক দিকে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে। এই মুহুর্তে মুর্শিদাবাদে করোনা মুক্তিপ্রাপ্ত লোকের সংখ্যা একশো ছুঁই ছুঁই করছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত মুর্শিদাবাদে ১১২জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯১ জন সুস্থ হয়ে বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাতে জেলায় আতঙ্ক কাটিয়ে খুশির আবহাওয়া তৈরি হচ্ছে।
এ দিন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘এ দিনও জেলায় যেমন তিন জন করোনা আক্রান্ত হয়েছেন, তেমনই ৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় সব মিলিয়ে মোট ৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এটা অবশ্যই ভাল দিক।’’
জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১০ মে পর্যন্ত মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র এক জন। পরের দিন দিল্লি ফেরত তিন বিড়ি ব্যবসায়ী-সহ চার জন করোনা আক্রান্ত হন। এর পরে দিন যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই জেলার কোনও না, কোনও এলাকা থেকে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। তবে ১১মে যে চার জন করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে দিন দশেক চিকিৎসার পরে সুস্থ হন। তাঁরা সু্স্থ হতেই ফুল, মিষ্টি হাতে তুলে দিয়ে তাঁদের বাড়ি ফেরানো হয়। এর পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তেমনই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে।
জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে বলছে, জেলায় মোট ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সালারের ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধ ও নবগ্রামের এক যুবক রয়েছেন।
কয়েক দিন আগেই জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেন। সেদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন—‘‘আজ মুর্শিদাবাদ জেলায় মোট করোনা রোগীদের মধ্যে, করোনা মুক্ত হয়ে পুনরায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা, বর্তমানে করোনা আক্রান্ত ও চিকিৎসাধীন মানুষের থেকে বেশি। আমার আপনার সকলের জন্য এ এক খুশির খবর।’’ আক্রান্তদের সুস্থ হয়ে ঘরের ফেরার ফলে আতঙ্ক অনেকটাই কেটেছে। তবে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ‘‘আক্রান্তরা সু্স্থ হয়ে বাড়ি ফিরছেন এটা যেমন ভাল দিক, তেমনই সবাইকে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। তবেই করোনার সঙ্গে লড়াইতে আমরা জয়ী হব।’’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের তিন জনের করোনা পজিটিভ হয়েছে। এই তিন জনকে নিয়ে জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১১২ জন। সালারের সালু অঞ্চলের এক যুবক দিন পাঁচেক আগে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন। সেদিন তাঁর লালারস সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা পজ়িটিভ রিপোর্ট আসে।
দিন পাঁচেক আগে শক্তিপুরের বিদুপাড়ার এক ব্যক্তি মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছেন। সে দিনই তাঁর লালারস সংগ্রহ করেছিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে। ভগবানগোলা ২ ব্লকের ইসুরপাড়া গ্রামের মহারাষ্ট্র ফেরত এক যুবকের করোনা পজ়িটিভ হয়েছে। গত ২৭ মে অন্য ৮ জনের সঙ্গে তিনি বাড়ি ফেরেন। ২ জুন তাঁর লালারস সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা পজ়িটিভ হয়েছে। শুক্রবার তাঁদের বহরমপুরে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।