কাজ না করে টাকা, নালিশ

কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল প্রধান-সহ দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইসলামপুরের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ ওই পঞ্চায়েত এলাকার দামোদরপুর গ্রামে দু কিলোমিটার লম্বা ঢালাই রাস্তা হওয়ার কথা। সেই রাস্তার মাত্র ৬০০ মিটার রাস্তা ঢালাই হয়েছে। স্কিমে রাস্তার পাশে মাটি ফেলে উঁচু করার কথা থাকলেও হলেও তা করা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০০:৫৩
Share:

কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল প্রধান-সহ দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইসলামপুরের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ ওই পঞ্চায়েত এলাকার দামোদরপুর গ্রামে দু কিলোমিটার লম্বা ঢালাই রাস্তা হওয়ার কথা। সেই রাস্তার মাত্র ৬০০ মিটার রাস্তা ঢালাই হয়েছে। স্কিমে রাস্তার পাশে মাটি ফেলে উঁচু করার কথা থাকলেও হলেও তা করা হয়নি। ফলে এই বর্ষায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষকে। অভিযোগকারী অবাইদুল ইসলাম বলেন, ‘‘পঞ্চায়েত অফিসে খোঁজখবর নিয়ে দেখি ওই স্কিমের পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। বিডিওকে বিষয়টি জানিয়েছি।’’

Advertisement

পঞ্চায়েত প্রধান সিপিএমের পিয়া হালদার জানালেন, ‘‘রাজনৈতিক উদ্দেশে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। ওই কাজের একই স্কিমে ঢালাই ও মাটি তোলার কথা। শ্রমিকদের আগাম সেই মতো সেই মতো আমরা পেমেন্ট করে দিয়েছি। এখন অনলাইনে পেমেন্ট হয়। ফলে সেই সময় টাকা না দিলে টাকা তুলতে দেরি হত। ঈদ কথা মাথায় রেখে টাকা তুলে নেওয়া হয়েছে। বর্ষার জন্য কাজ বন্ধ আছে। তা থামলে কাজ শুরু হবে।’’ রানিনগর-১ ব্লকের বিডিও প্রতুল ভুঁঞ্যা বলেন, ‘‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement