Adhir Chowdhuri

স্বাস্থ্য পরিকাঠামো তৈরি না করেই লোকাল চালু, রাজ্যের বিরুদ্ধে সরব অধীর

মানুষকে যেন ভগবানের ভরসায় ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অধীর। আবু তাহের খানের দাবি, ‘‘রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৭:৪৯
Share:

অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

রাজ্য সরকার করোনা মোকাবিলায় পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি না করেই লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এমনকি পুলিশ এখন শুধু তৃণমূলকে বাঁচাতেই ব্যস্ত ফলে মানুষকে নিজেদের সুরক্ষা নিজেদেকেই দেখতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যদিও মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান অধীরের অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, রাজ্য সরকার পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। লোকাল ট্রেন পরিষেবা চালু প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘‘রাজ্য সকারের অনুমোদন না পেলে রেল মন্ত্রক ট্রেন চালাতে পারে না। সে ক্ষেত্রে রাজ্যকেই বলতে হবে তার কোথায় কী কী সমস্যা আছে। সেই মতো আলোচনা করে এগবে সব পক্ষ।’’ এর পরেই তাঁর অভিযোগ, ‘‘কিন্তু রাজ্য ঠিক মতো স্বাস্থ্য পরিকাঠামো তৈরি না করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আর আরপিএফ এবং রাজ্য পুলিশের সংখ্যাই বা কত! ফলে এখন মানুষকেই সতর্ক থাকতে হবে কারণ এই বিপুল পরিমান যাত্রীদের নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়। আর এমনিতেই রাজ্য পুলিশ এখন তৃণমূলকে রক্ষা করার কাজ করছে। তার উপর হাসপাতালগুলির চিকিত্সকরাও নাকি জানিয়েছেন তাঁদের কাছে পর্যাপ্ত পরিকাঠামো নেই।’’ ফলে মানুষকে যেন ভগবানের ভরসায় ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অধীর।

অধীরের অভিযোগ খণ্ডন করে আবু তাহের খানের দাবি, ‘‘করোনাকে সঙ্গী করে কত দিন আর মানুষ বাড়িতে বসে থাকবেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’’ সংক্রমণ বৃদ্ধি হলেও রাজ্যের উন্নত চিকিৎসা পরিকাঠামো তার জন্য তৈরি আছে বলে দাবি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement