Crime

শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত কিশোর

অসুস্থ শিশুটিকে প্রথমে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওষুধ খেয়ে শিশুটি সুস্থ হয়ে ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০০:০৭
Share:

প্রতীকী ছবি।

বছরতিনেকের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ প্রতিবেশী দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি কোতোয়ালি থানার তারকদাসপুর এলাকায়। অভিযুক্ত দৈয়েরবাজার হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, আর বাকি পাঁচটা দিনের মতোই খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে হাজির হয়েছিল বছরতিনেকের ওই শিশুটি। প্রায় সময়েই সে ওই দশম শ্রেণির ছাত্রের বাড়িতে আসত। নিজের মতো খেলে বেড়াত তাদের গোটা বাড়িতে। সেইমাফিক ২৭ ফেব্রুয়ারিও শিশুটি আপন খেয়ালে ঢুকে পড়েছিল ওই বাড়ির দশম শ্রেণির ছাত্রের ঘরে। অভিযোগ, সেই সময়ে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে শিশুটির উপরে যৌন নির্যাতন চালায় বছর পনেরোর ওই স্কুলপড়ুয়া কিশোর। বাড়ি ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। তখনই তার মা শিশুটিকে ভাল করে জিজ্ঞাসাবাদ করার পর বুঝতে পারেন, তার উপরে যৌন নির্যাতন চালিয়েছে ওই কিশোর।

অসুস্থ শিশুটিকে প্রথমে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওষুধ খেয়ে শিশুটি সুস্থ হয়ে ওঠে। এরই মধ্যে কিশোরটিকে ডেকে জিজ্ঞাসা করে নিগৃহীত শিশুর পরিবারের লোকজন। সে গোটা বিষয়টি অস্বীকার করে। এমনকি, ধৃত ওই কিশোরের পরিবারের লোকজন নানা ভাবে বিষয়টি চেপে যাওয়ার জন্য চাপ দিতে থাকে বলেও অভিযোগ। যার ফলে প্রাথমিক অবস্থায় কিছুটা গুটিয়ে যায় শিশুর পরিবারের লোকজন। এর পর ২ মার্চ কোতোয়ালি থানার পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে। পকসো আইনে ওই নাবালক কিশোরের বিচার হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement