Murshidabad

উপস্থিতির হার কম, তাই পরীক্ষার্থীদের গুনতে হচ্ছে জরিমানা! বিতর্কে মুর্শিদাবাদের স্কুল

শুধু যাদের উপস্থিতির হার কম তাদের নয়, নিয়মিত স্কুলে আসা পড়ুয়াদের থেকেও জরিমানা বাবদ ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

স্কুলে উপস্থিতির হার কম, এমন পড়ুয়াদের থেকে নাকি জরিমানা নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ! মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক স্কুলের বিরুদ্ধে উঠল অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। শুধু তা-ই নয়, যারা টাকা দেয়নি, তাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার ফর্ম ফিলআপ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলছে পড়ুয়ারা।

Advertisement

অনুপস্থিতির হার কম থাকার অজুহাতে জরিমানা নেওয়ার অভিযোগ হরিহরপাড়া থানা এলাকার বিবি পাল বিদ্যানিকেতন স্কুলের বিরুদ্ধে। শুধু যাদের উপস্থিতির হার কম তাদের থেকে নয়, নিয়মিত স্কুলে আসা পড়ুয়াদের থেকেও জরিমানা বাবদ ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, শুধুমাত্র যাদের অনুপস্থিতির হার কম, তাদের থেকেই জরিমানা নেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপ বলে দাবি স্কুল কর্তৃপক্ষের

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাবুল হক বলেন, ‘‘স্কুলে উপস্থিত থাকার জন্য একাধিক বার পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও অধিকাংশ পড়ুয়া দিনের পর দিন স্কুলে আসেনি, ক্লাস করেনি। নির্দিষ্ট নিয়ম মেনেই যাদের উপস্থিতির হার ৭৫ শতাংশের কম, তাদের থেকে জরিমানা নেওয়া হচ্ছে। জরিমানা-সহ সমস্ত টাকাই ফর্ম ফিলাপের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলে জমা দেওয়া হবে।’’

Advertisement

অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে জেলা স্কুল প্রশাসন। মুর্শিদাবাদের জেলা বিদ্যালয় পরিদর্শক অমর শীল বলেন, ‘‘বিষয়টি জানার পরেই জরিমানা নেওয়া বন্ধের নির্দেশ দিয়েছি। যদি ওই স্কুল টাকা নিয়ে থাকে তা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement