Road Accident

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, বড়ঞায় নিহত ২২ দিনের শিশু

স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটক করেন। তাঁরা ট্রাকচালককে ধরে মারধর করেন। পরে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৭:৪৫
Share:

ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু। নিজস্ব চিত্র

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক সদ্যোজাতের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞার ডাকবাংলো এলাকায়। পুলিশ ট্রাক এবং তার চালককে আটক করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়ঞা থানার সুন্দরপুরের বাসিন্দা লালন সেখ এবং তাঁর স্ত্রী সুফিয়া বিবি দু’জনে তাঁদের শিশুপুত্র নয়নকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেখান থেকে ফেরার সময় ঘটে দুর্ঘটনা। ডাকবাংলো এলাকায় একটা ট্রাক পিছন থেকে লালনের বাইকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। চোট পান লালন এবং সুফিয়াও।

স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটক করেন। তাঁরা ট্রাকচালককে ধরে মারধর করেন। পরে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শিশুটির দেহ উদ্ধার করে নয়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement