Fire

Fire: বহরমপুরের বেসরকারি হাসপাতালে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ছ’তলার ক্যান্টিন থেকে আগুনের শিখা দেখা যায় প্রথম। ধীরে ধীরে সেই আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২২:৫০
Share:

নিজস্ব চিত্র

বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড। স্টেশন রোডে শিল্পতালুকের ওই হাসপাতালের ক্যান্টিনে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকমের একটি ইঞ্জিন। সূত্রের খবর, দমকলকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি হাসপাতালের।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ছ’তলার ক্যান্টিনে আগুনের শিখা দেখা যায় প্রথম। ধীরে ধীরে সেই আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েক মিটারের মধ্যে বহরমপুর অগ্নিনির্বাপণ কেন্দ্র থাকায় দমকল বাহিনী আসতে বেশি সময় লাগেনি। দমকল সূত্রে খবর, ক্যান্টিনের সিলিন্ডারের গ্যাস লিক করে আগুন লাগে। দাহ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকায় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়ায়।

হাসপাতালের ডিরেক্টর জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে বলে খবর পেয়েছি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement