IAS

Fake IAS: এ বার প্রতারণার অভিযোগে নবদ্বীপ থেকে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার

পুলিশ নবদ্বীপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:১৩
Share:

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে। নিজস্ব চিত্র।

আইএসএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এ বার নবদ্বীপ থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার নালুয়াপাড়ার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ রায় নামে রানাঘাটের এক বাসিন্দার অভিযোগ, অচিন্ত্য তাঁর কাছে নিজেকে আইএএস হিসাবে পরিচয় দেন। অভিজিতের আরও অভিযোগ, আইএস পরিচয় দিয়ে তাঁর সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন অচিন্ত্য। তিনি অভিজিতের স্ত্রীকে পুলিশের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু’লক্ষ ২৫ হাজার টাকা নেন বলেও অভিযোগ। অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পর, ১০ মাস কাজ করে দেওয়ার নাম করে টালবাহানা করছিলেন অচিন্ত্য।

অভিজিতের দাবি, তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ নবদ্বীপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement