CPM

মুর্শিদাবাদে ভোট-সন্ত্রাসের বলি আরও এক, এ বার মৃত্যু সিপিএম কর্মীর

পঞ্চায়েত ভোটের দিন, গত ৮ জুলাই ভোট লুটে বাধা দেওয়ার জন্য হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রিন্টুকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ২৩:৪৮
Share:

—প্রতীকী ছবি।

মুর্শিদাবাদে ভোট-সন্ত্রাসের বলি আরও এক। এ বার ভোটের দিনে জখম হওয়া এক সিপিএম কর্মীর মৃত্যু হল। নিহতের নাম রিন্টু শেখ।

Advertisement

পঞ্চায়েত ভোটের দিন, গত ৮ জুলাই ভোট লুটে বাধা দেওয়ার জন্য হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রিন্টুকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় রবিবার দুপুর দেড়টা নাগাদ মারা যান রিন্টু।

সিপিএমের জেলা সম্পাদক জামের মোল্লা বলেন, ‘‘ভোটের জন্য আমাদের দলের আরও এক জন কর্মী শহিদ হলেন।’’ সব অভিযোগ অস্বীকার করে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘সিপিএমের হার্মাদ অনেক জায়গায় ভোট লুট করতে গিয়ে গণপ্রতিরোধের সম্মুখীন হয়েছে। সে রকম কিছু ঘটনা ঘটে থাকতে পারে। আমার জানা নেই। প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement