bomb

বোমাকে ভেবেছিল বল! খেলতে গিয়ে মুর্শিদাবাদে বোমা ফেটে আহত ৩ কিশোর

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন কিশোর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকি পাড়া এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৬:০৩
Share:

বোমা ফেটে আহত কিশোর। নিজস্ব চিত্র।

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন কিশোর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকি পাড়া এলাকায়। আহত তিন কিশোরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

আহত এক কিশোরের পরিবারের সদস্যা নাফিসা বিবি জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ খেলা করছিল তিন জন। তখনই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় তারা।

মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের এক আধিকারিক বলেছেন, ‘‘বোমা ফেটে জখম হয়েছে তিন কিশোর। আমরা ঘটনার তদন্ত শুরু করছি। সেখানে কারা বোমা মজুত রেখেছিল, তা জানার চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement