Road Accident

দুর্ঘটনায় মৃত চার জন

সোমবার সকাল দশটা নাগাদ দুটি বাসের রেষারেষির ফলেই মৃত্যু হল ৩ নারীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ০৫:৫৮
Share:

কান্নায় ভেঙে পড়ছেন শোকার্তেরা। ছবি: সাফিউল্লা ইসলাম

মাস দুয়েক আগে কুয়াশা মোড়া ভোরে জেলার রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চার জনের। আর সোমবার সকাল দশটা নাগাদ দুটি বাসের রেষারেষির ফলেই মৃত্যু হল ৩ নারীর। এরা সকলেই ছিলেন একটি টোটোর যাত্রী। ঘটনায় মৃত্যু হয়েছে ওই টোটো চালক মনিরুল ইসলামের। মৃতদের নাম কল্পনা বিবি (২০), তাঁর মেয়ে ফারজিনা খাতুন (৫), কল্পনার আত্মীয় শরিফা বিবি (৪০) ও টোটো চালক মনিরুল মণ্ডল (২০)। কল্পনার বাড়ি ডোমকল থানার ঘোড়ামারা গ্রামে, শরিফা বিবির বাড়ি ডোমকলের সাহাদিয়াড় গ্রামে, টোটো চালকের বাড়ি কাটাকোপরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ ভাতসালা এলাকায় দুটি বাস অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় সামনের বাসকে পাশ কাটাতে গিয়ে পিছনের বাসটি একেবারে টোটোর সামনে চলে আসে। আর তাতেই ঘটে যায় ওই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, জখম আরও ২জন। বাসের চালক পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement

ঘোড়ামারা গ্রামের কল্পনা বিবি অন্তঃসত্ত্বা ছিলেন, এদিন চিকিৎসার জন্য তিনি ডোমকল মহকুমা হাসপাতালে আসছিলেন পাঁচ বছরের মেয়ে ও তাঁর আত্মীয় শরিফা বিবিকে নিয়ে। সকাল সকাল রওনা দিয়েছিলেন ঘোড়ামারার বাড়ি থেকে। একটি টোটোতে চেপে তাঁরা ডোমকলের দিকে যখন আসছিল ঠিক সেই সময়ে ভাতসালায় উল্টো দিক থেকে দুটো বাস প্রচন্ড গতিতে যাচ্ছিল বক্সিপুরের দিকে। ফাঁকা এলাকায় পিছনের বাসটি দ্রুতগতিতে সামনের বাসকে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোরর সঙ্গে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের দাবি, টোটো চালক তার নির্দিষ্ট রাস্তা দিয়েই যাচ্ছিল। কিন্তু বেপরোয়া বাসটি দ্রুতগতিতে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কল্পনা ও তার মেয়ের। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় শরিফা টোটোচালক মনিরুলের। ডোমকল পুরসভার পুর প্রধান জাফিকুল ইসলাম বলছেন, "ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম আমি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি ব্রিগেড ফেরত বাসটি ধাক্কা মেরেছে টোটোতে। আমরা সব রকম ভাবেই পাশে দাঁড়িয়েছি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের।’’

এমনকি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করার প্রস্তাবও দেন জাফিকুল ইসলাম। আর জাফিকুল এবার ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। ফলে বিরোধীরা প্রশ্ন তুলছেন। তাদের দাবি, এমন ঘোষণা নির্বাচন বিধি ভঙ্গের মধ্যেই পড়ে। যদিও তার এই আর্থিক সাহায্য ঘোষণা করা নিয়ে জাফিকুলের দাবি, "আমি ঘটনাস্থলে প্রথম থেকেই ছিলাম, মানবিক ভাবেই মনে হয়েছে তাদের আর্থিক সহায়তা করা দরকার। যা করেছি মানুষ হিসেবেই করেছি, সবকিছু ভেবেচিন্তে বলিনি। যে যাই বলুক আমরা দুর্ঘটনাগ্রস্ত অসহায় মানুষের পাশে আছি।" ঘটনার প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলছেন, দুটি বাস প্রচন্ড গতিতে যাচ্ছিল, পাশ কাটাতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটল।" জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, "প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি বাসের রেষারেষির ফলেই দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement