প্রতীকী ছবি।
হাঁসখালির উলাশিতে খুনের ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলা উলাশিরই বাসিন্দা সাবিনা মণ্ডল। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভীমপুরের কুলগাছির বাসিন্দা বরকত মণ্ডলকে। বরকত সম্পর্কে সাবিনার বেয়াই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করেছে সাবিনা। এই ঘটনার সঙ্গে আরও দু’জন জড়িত বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ জানুয়ারি সকালে হাঁসখালির উলাশিতে সর্ষে ক্ষেতের মধ্যে গ্রামেরই বাসিন্দা সেলিম মণ্ডলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, গ্রামেরই বাসিন্দা সাবিনার সঙ্গে তাঁর একটা সম্পর্ক আছে। পুলিশ দু’জনের মোবাইলের কল লিস্ট বার করে দেখে যে, ২৪ জানুয়ারি রাতে দীর্ঘ সময় দু’জনের কথা হয়েছে। এরপরই পুলিশ সাবিনাকে গ্রেফতার করে। পরে জেরায় সাবিনা নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় বলে পুলিশের দাবি।
পুলিশের দাবি, জেরায় সাবিনা জানিয়েছে, সেলিমের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু সম্প্রতি সেলিম তার উপর নানা ভাবে মানসিক অত্যাচার শুরু করে। শুধু তাই নয়। বিষয়টি জেনে ফেলে মেয়ে জামাইও। তা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। তখনই সাবিনা গোটা ঘটনা মেয়ের শ্বশুর বরকতকে খুলে বলে তার সাহায্য চায়। পুলিশ জানিয়েছে, বরকত এক সময় নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। সে বিষয়টি জানার পর সেলিমকে খুনের পরিকল্পনা করে। সেই মতো ২৪ জানুয়ারি রাতে সাবিনা ফোন করে সেলিমকে মাঠে ডেকে পাঠায়। সেই ফাঁদে পা দিয়ে মাঠে আসে সেলিম। তখনই তাকে ধারাল অস্ত্রের কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি। বুধবার ভোরে সাবিনাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতে গ্রেফতার
করে বরকতকে।