আশাকর্মীদের জন্য হাজার আড়াই নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। ফাইল চিত্র।
দীর্ঘ কাল ধরে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদে নিয়োগ বকেয়া ফেলে রাখা নিয়ে বিরোধী শিবিরের অভিযোগের মধ্যে আশাকর্মীদের জন্য হাজার আড়াই নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রের খবর, একই সঙ্গে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরের সাড়ে চারশোর মতো শূন্য পদে নিয়োগের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। নিচু তলার পুলিশকর্মীদের সময়মতো পদোন্নতির ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নানা ক্ষেত্রে বহু শূন্য পদে নিয়োগ আটকে থাকায় বিরোধীরা বহু দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব। তার উপরে বিশেষত শিক্ষায় নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ, একের পর এক মামলা পরিস্থিতিকে খুবই ঘোরালো করে তুলেছে। পঞ্চায়েত ভোট অদূরেই। এই অবস্থায় হাজার আড়াই পদে নতুন নিয়োগের সরকারি সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক শিবির।
প্রশাসনিক সূত্রের খবর, বিভিন্ন দফতরের প্রায় ৪৫৬টি শূন্য পদ পূরণ এবং আশাকর্মীদের জন্য কমবেশি ২৫০০ নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর পড়েছে মন্ত্রিসভার এ দিনের বৈঠকে। বছর তিনেক আগে ধাপে ধাপে পাঁচ বছরে কমবেশি ১০ হাজার আশাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এ দিনের সিদ্ধান্তে তৃতীয় কিস্তির নিয়োগ হতে চলেছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, আশাকর্মীদের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। প্রথাগত কাজের পাশাপাশি সরকারের বিভিন্ন ধরনের সমীক্ষার কাজেও লাগানো হচ্ছে তাঁদের। এই ধরনের নিয়োগের ফলে কর্মসংস্থান বাড়ছে মহিলাদের। এর আগে স্বাস্থ্য ক্ষেত্রে শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী ওই ক্ষেত্রে প্রায় ১১ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, নিচু তলার পুলিশকর্মীদের পদোন্নতি নিয়ে যাতে টালবাহানা না-হয়, সেটাও স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, পদোন্নতির সুযোগ থাকলে দ্রুত ব্যবস্থা করতে হবে। ওই পুলিশকর্মীদের দাবিদাওয়া বুঝতে পৃথক কমিটিও গড়া হয়েছে।