মাওবাদী বন্দির হাতে তৈরি সেই কালীমূর্তি।— নিজস্ব চিত্র।
রাষ্ট্রের বিরুদ্ধে এক সময় তিনি সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনাতে তিনি অন্যতম অভিযুক্ত। কিন্তু, সেই সমীর মাহাতোই এখন ‘সন্ত্রাস’ ভুলে দমদম জেলের গারদের ভিতরে শিল্পকর্মে মজে রয়েছেন। তার হাতেই নান্দনিক রূপ পাচ্ছে প্রতিমা।
শুধু সমীরই নয়, মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছেন মাদক পাচারকারী, খুনের আসামীরাও। সম্প্রতি এমনই পাঁচজন একটি কালীপ্রতিমা তৈরি করেন। এ বছর দমদম জেলের মধ্যে সেই কালীপ্রতিমা পুজোও করা হয়। প্রতিমাটির সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি। সূক্ষ্ম হাতের কাজ দেখে অবাক হয়ে গিয়েছেন কারা কর্তারা।
কারা দফতর সূত্রে খবর, মাত্র ৮ দিনের মধ্যে এই মূর্তি তৈরি করা হয়। পুজোর সময় সাধারণ মানুষ এই প্রতিমা দেখার সুযোগ পাননি। বন্দিদের আবদার ছিল, তাদের পরিবারের সদস্যরা যাতে এই প্রতিমা দেখতে পারেন। জেল কর্তারাও সেই বিষয়ে ভাবনাচিন্তা করেন। শুধু তাদের পরিবারই নয়, যাতে সাধারণ মানুষও যাতে বন্দিদের হাতের কাজ দেখতে পান, তার ব্যবস্থা করা করেছে কারা দফতর।
আরও পড়ুন: ইছাপুরের বাতিল যন্ত্রাংশ থেকেই মুঙ্গেরে তৈরি হচ্ছে ইনস্যাস, এসএলআর, পিস্তল!
শনিবার থেকে আগামী চারদিন দমদম জেল চত্বরে ওই কালীপ্রতিমা রাখা থাকবে। শুধু তাই নয়, জেলের মধ্যে একটি সংগ্রহশালা তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানেই রাখা হবে বন্দিদের হাতের বিভিন্ন শিল্পকর্ম।
আরও পড়ুন: কলকাতার উচ্চতম বহুতল ‘দ্য ৪২’-এ আগুন
শিল্পী দলে এক সময়ের মাওবাদী নেতা ছাড়াও বাকি চার সাজাপ্রাপ্ত আসামী হলেন দেবাশিস নাগ, দেবাশিস সিংহ, সুব্রত সিংহ এবং জুম্মান তরফদার। শেষের দু’জন খুনের আসামী। দমদম জেলের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, “চ্যালেঞ্জ নিয়েই ওরা এই কালীপ্রতিমা বানিয়েছেন। হাতের কাজ দেখলে তাক লেগে যাবে।”