ছবি-- সংগৃহীত ছবি-- সংগৃহীত
মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। অন্যদিকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে একমো সাপোর্টে লড়াই চালাচ্ছেন মুকুল জায়া কৃষ্ণা রায়। করোনা আক্রান্ত হয়ে ১ মাস যাবত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ১০দিন ধরে রয়েছেন একমো সাপোর্টে। করোনার জেরে ওঁর ফুসফুসে ফাইব্রোসিস রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আগামী কিছুদিনে অবস্থার উন্নতি না হলে ফুসফুস প্রতিস্থাপনও করতে হতে পারে বলে মত চিকিৎসকদের।
কলকাতায় এখনও পর্যন্ত কোনও রোগীর ফুসফুস প্রতিস্থাপন হয় নি। কলকাতায় যে বেসরকারি হাসপাতালে উনি ভর্তি রয়েছেন সেই হাসপাতালের চেন্নাই শাখায় ফুসফুস প্রতিস্থাপন করা হয়। সে ক্ষেত্রে প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্স করে চেন্নাই নিয়ে যাওয়া হতে পারে কৃষ্ণাকে। কলকাতার বেসরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, কৃষ্ণা রায়ের আবস্থা আশঙ্কাজনক। ফুসফুস প্রতিস্থাপনের ভাবনা রয়েছে। আগামী কিছুদিন একমো সাপোর্টে ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কি না দেখে ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দেখতে যান অসুস্থ কৃষ্ণা রায়কে। সেখান থেকেই রায় পরিবারের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনার শুরু হয়েছিল। যার যবনিকা পতন হল শুক্রবার তৃণমূল ভবনে।