—ফাইল চিত্র।
বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়া সত্ত্বেও তাদের বোর্ড গড়তে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর দাবি, এ রাজ্যের প্রশাসন ‘নিরপেক্ষ’ নয়, তাই বাধ্য হয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
অন্য দিকে, রাজ্য আইবি-র একটি চিঠি দেখিয়ে এ দিন বিজেপি দাবি করে, রাজ্য জুড়ে দলের ২০ জন শীর্ষ নেতার নামে নতুন করে মামলা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য দফতরে মুকুলবাবু এবং বীরভূমের সভায় রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু একই দাবি করেন। যদিও যে চিঠি তাঁরা দেখিয়েছেন, সেটি ব্যারাকপুর কমিশনারেটের। বিজেপি নেতাদের নামে যে সমস্ত মামলা ওই কমিশনারেটে আছে, তার বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
পাশাপাশি এ দিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রায় ২০০ কর্মী। যাঁদের মধ্যে আছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়। নির্বাচনের পরেই অবশ্য ফিরহাদ তাঁকে সরিয়ে দিয়েছিলেন বলে তৃণমূল সূত্রের খবর।