জুলাই মাসে দিল্লিতে একটি মঞ্চে তাপসের মা। ফাইল চিত্র
বিজেপির উপর ভরসা রেখে এই এক বছরে শুকনো প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ দাড়িভিটে নিহতের পরিবারের। দাড়িভিট-কাণ্ডে নিহত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণের তাই হুঁশিয়ারি, এবার তদন্ত শুরু না হলে সপরিবার তিনি বিজেপি-সঙ্গ ছাড়বেন।
দাড়িভিট-কাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে ২০ সেপ্টেম্বর। ওই ঘটনায় দুই নিহতের স্মরণে ওইদিন ইসলামপুর থেকে ম্যারাথনের আয়োজন করেছে বিজেপি। সেই ম্যারাথনের নাম দেওয়া হয়েছে ‘রান ফর জাস্টিস’। সেখানে থাকার কথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রী প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। মঙ্গলবার তাপসের মা জানান, ওইদিন তিনি মন্ত্রী দেবশ্রীর সঙ্গে দেখা করবেন। মন্ত্রীর কাছ থেকে আগামী কয়েকমাসের মধ্যে যদি নিশ্চিত ভাবে তদন্ত শুরুর প্রতিশ্রুতি চাইবেন তিনি। না পেলে ভবিষ্যতে তিনি আর বিজেপির পথ মাড়াবেন না। মঞ্জু বলেন, ‘‘বিজেপির শুধু আশ্বাসই দিয়েছে। কত আর সহ্য করব? প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে ফোন করলে তিনি জানান, সহ্য করতে হবে। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। ২০ সেপ্টেম্বর ওঁর কাছ থেকে তদন্ত-শুরুর নির্ধারিত সময় পেলে তবেই এই দলে থাকব।’’ তিনি আরও বলেন, ‘‘কোনও দলের উপরেই আর ভরসা হচ্ছে না। এই ঘটনায় কোনও দোষী শাস্তি পায়নি। সিবিআই তদন্তও হয়নি। এমনকি, অভিযুক্ত শিক্ষকেরাও বেতন তুলছেন।’’
যে দাড়িভিট-কাণ্ডের উপর ভর করে বিজেপি এই জেলায় নিজের শক্তি বাড়িয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের সেই দাড়িভিটই কি এখন মুখ ফেরাচ্ছে? নিহতের পরিবারের এহেন বক্তব্যের পর রাজনৈতিক মহলে এই জল্পনা এখন তুঙ্গে। যদিও বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সেন অবশ্য নিহতের মায়ের বক্তব্যের বিরুদ্ধে কোনও কথা বলতে চাননি। তবে তিনি বলেন, ‘‘উনি (মঞ্জু) দল ছাড়বেন কি ছাড়বেন না, সে-ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না। তবে বিজেপি দাড়িভিটের অন্যায়ের বিরুদ্ধে লড়ছে এবং লড়াই চালিয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘শাসক দল ও অন্য রাজনৈতিক দলগুলি ওঁদের ভুল বোঝানোর চেষ্টা করছে। তবে আমরা ওই ঘটনার সিবিআই তদন্ত যে করাব, তাতে আমরা আশাবাদী।’’
তৃণমূলের জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ‘‘নিহতের পরিবারের লোকেরা এখন বুঝতে পেরেছেন, ভুল কে বুঝিয়েছে।’’