দৌড়ে গিয়ে বিরাটকে প্রণাম করছেন ঋতুপর্ণ। শনিবার ইডেন গার্ডেন্সে। ছবি: সমাজমাধ্যম।
ভরা ইডেন গার্ডেন্সের নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করেছে ছেলে। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনার মধ্যেই ওই যুবক ঋতুপর্ণ পাখিরার মা বললেন, “ছেলে বলেছিল, এক বার গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দেব। জড়িয়ে ধরব। সেটা যে সত্যি সত্যিই করে ফেলবে, বুঝতে পারিনি কেউ।”
নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঋতুপর্ণকে গ্রেফতার করেছে কলকাতার ময়দান থানার পুলিশ। ঋতুপর্ণের মা চান বিরাট তাঁর ছেলেকে ক্ষমা করে দিন। একই প্রার্থনা প্রতিবেশীদেরও। ঋতুপর্ণদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পারাতল গ্রামে। ঋতুপর্ণের বাবার অল্প কিছু জমি এবং একটি ফলের দোকান রয়েছে।
মা কাকলি পাখিরা এবং দিদি প্রীতি পাখিরা জানিয়েছেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন ঋতুপর্ণ। প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট শিখতে যেতেন তিনি। শনিবার বাড়িতে বলেই কলকাতায় আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋতুপর্ণ। কিন্তু খেলা দেখতে গিয়ে ছেলে যে এমন কাণ্ড ঘটাবেন, তা বুঝতে পারেননি বাড়ির কেউই।
এই পরিস্থিতিতে ঋতুপর্ণের মা এবং দিদির আর্জি, “বিরাট কোহলি এবং অন্য খেলোয়াড়েরা ওকে ক্ষমা করে দিন।” একই সঙ্গে ঋতুপর্ণের মায়ের সংযোজন, “বিরাট ওর কাছে ভগবানের মতো। তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে।” গ্রামবাসীদেরও মত, এই ঘটনার পিছনে নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালবাসা আর কৈশোরের চাপল্য থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন ঋতুপর্ণ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আইপিএলে কেকেআর এবং আরসিবির ম্যাচ চলাকালীন ‘জি’ ব্লকের সামনে থাকা নিরাপত্তাকর্মীদের চোখে ‘ধুলো’ দিয়ে ঋতুপর্ণ জাল টপকে সোজা ঢুকে পড়েন মাঠে। তাঁকে ধরার জন্য পিছন পিছন তখন ছুটছেন নিরাপত্তাকর্মীরা। যদিও সেই দিকে তাঁর কোনও ভ্রুক্ষেপ ছিল না। তিনি সোজা ছুটে চলে যান বিরাটের কাছে। ক্রিজের মাঝেই বিরাটের পা ধরে সাষ্টাঙ্গে প্রমাণ করেন। যদিও পরমুহূর্তেই নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন ঋতুপর্ণ।