পটনার হাসপাতালে গুলি করে খুন মহিলা চিকিৎসককে। —প্রতীকী চিত্র।
রোগী সেজে ডাক্তারের চেম্বারে ঢুকে খুন! পটনার একটি হাসপাতালের ভিতর অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতীর মৃত্যুতে প্রাণ হারালেন মহিলা চিকিৎসক। শনিবার বিকেলের এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পটনার আগম কুয়ান এলাকার একটি হাসপাতালে নিজের চেম্বারেই রোগী দেখছিলেন ওই মহিলা চিকিৎসক সুরভী রাজ। সুরভী ওই হাসপাতালেরই অন্যতম শীর্ষকর্তার স্ত্রী। বিকেলে হঠাৎই তাঁর চেম্বারে ঢোকেন পাঁচ-ছ’জন ‘রোগী’। কিছু বুঝে ওঠার আগেই ওই চিকিৎসককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন তাঁরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরভী। তাঁর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে চম্পট দেয় আততায়ীরা।
পটনার এসডিপিও অতুলেশ ঝা জানান, ওই চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় পটনার এমস হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই প্রাণ হারান সুরভী। ঘটনাস্থল থেকে ছ’টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।