Duare Sarkar

‘দুয়ারে সরকার’এ নাম লিখিয়েছেন এক কোটিরও বেশি, টুইট মমতার

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৩০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মাত্র দু’সপ্তাহের মধ্যেই এক কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। শনিবার তিনটি টুইটে এ কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Advertisement

প্রথম টুইটে মমতা লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র দু’সপ্তাহে বাংলার ১ কোটির বেশি মানুষ ১০ হাজার সরকারি পরিষেবা শিবিরে গিয়েছেন’।

দ্বিতীয় টুইটে তাঁর মন্তব্য, ‘আমি পশ্চিমবঙ্গ সরকারের সব আধিকারিক, কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাঁরা এই সময় ধরে প্রতি দিন ২৪ ঘণ্টা শিবিরগুলি পরিচালনায় সময় দিয়েছেন। শিবিরগুলির পরিদর্শক এবং সরকারি পরিষেবা গ্রহণকারীদেরও আমার অভিনন্দন’।

Advertisement

তৃতীয় তথা শেষ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।

গত ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে। শিবিরগুলিতে জাতিগত শংসাপত্রের বিতরণ, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ-সহ নানা সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: অমিতের সভায় যোগ দিতে মেদিনীপুরের পথে দুর্গাপুরের ‘দাদার অনুগামী’রা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement