প্রতীকী ছবি।
শাসক দল রাস্তায় মঞ্চ বেঁধে একের পর এক কর্মসূচি করে চলেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে বিরোধীরা কর্মসূচি করতে চাইলে পুলিশ-প্রশাসন অনুমতি দিচ্ছে না। বামফ্রন্ট এবং বিজেপির পরে এ বার প্রশাসনের ‘বৈষম্যমূলক ভূমিকা’র বিরুদ্ধে সরব হল সিপিআই (এম-এল) লিবারেশনও। দলের কলকাতা জেলা কমিটির সম্পাদক অতনু চক্রবর্তীর অভিযোগ, জেল হেফাজতে স্ট্যান স্বামীর ‘হত্যা’র প্রতিবাদ এবং রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের দাবিতে কখনও যাদবপুরের পালবাজারে, কখনও হাজরা মোড়ে তাঁদের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বিপর্যয় মোকাবিলা আইনের কথা বলে। অথচ শাসক দলের বিভিন্ন কর্মসূচি এর মধ্যেই চলছে। গোটা অগস্ট মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ওই সব কর্মসূচি করতে দেওয়ার আবেদন জানিয়েছেন অতনুবাবু। অন্যথায় ‘রাজনৈতিক পক্ষপাতের’ বিরুদ্ধে আইন অমান্য কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।