Dengue

জ্বরে মৃত আরও তিন

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের কর্মী শেখ শোয়েবের (৫২)। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মঙ্গলবার বলেন, ‘‘ডেঙ্গি তো ওঁরা মানবেন না, লিখবেনও না। তাই ধরে নিতে হবে, অজানা জ্বরে ওই কর্মীর মৃত্যু হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০৩:৪১
Share:

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের কর্মী শেখ শোয়েবের (৫২)। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মঙ্গলবার বলেন, ‘‘ডেঙ্গি তো ওঁরা মানবেন না, লিখবেনও না। তাই ধরে নিতে হবে, অজানা জ্বরে ওই কর্মীর মৃত্যু হয়েছে।’’

Advertisement

কলকাতা পুরসভার ক্লিনিকে শোয়েব রক্ত পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্টে ডেঙ্গি উল্লেখ করা হয়নি বলে সিপিএম নেতাদের অভিযোগ। বিমানবাবু জেলাওয়াড়ি হিসাব দিয়ে দাবি করেছেন, রাজ্যে অক্টোবর থেকে মাঝ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন দু’শোর বেশি। ম্যালেরিয়া, এনসেফালাইটিস-সহ অন্যান্য জ্বরে মারা গিয়েছেন অন্তত আরও দু’শো। বিমানবাবুর কথায়, ‘‘কোনও সরকার ডেঙ্গির জন্য দায়ী, এটা কখনও বলা উচিত নয়। বলছিও না আমরা কেউ। কিন্তু রাজ্য সরকার ডেঙ্গি স্বীকার করে নিয়ে প্রকৃত তথ্য দিলে কেন্দ্রের নানা আর্থিক সাহায্য পেত।’’

এ দিন ভাঙড়ের কাশীপুরে জ্বরে মৃত্যু হয়েছে গোপাল রুইদাস (৩২) নামে এক ব্যক্তির। অজানা জ্বরে এন আর এস হাসপাতালে মারা যান মধ্যমগ্রামের মঞ্জুর রহমানও (৪০)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement