অবরুদ্ধ কাশ্মীর’-এর কাহিনি শোনাবেন তারিগামি

মহম্মদ ইউসুফ তারিগামি কলকাতায় আসছেন ‘অবরুদ্ধ কাশ্মীর’-এর কাহিনি শোনাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ০০:৩৭
Share:

ছবি: সংগৃহীত।

তাঁর সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করতে হয়েছিল সীতারাম ইয়েচুরিকে। সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়েই তাঁর কাছে পৌঁছতে পেরেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। কাশ্মীরের সেই সিপিএম বিধায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ ইউসুফ তারিগামি কলকাতায় আসছেন ‘অবরুদ্ধ কাশ্মীর’-এর কাহিনি শোনাতে। জম্মু ও কাশ্মীর ভেঙে তিন টুকরো এবং ৩৭০ ধারা অনুচ্ছেদ প্রত্যাহারের পরে এই প্রথম তাঁর এই শহরে আসা। উপলক্ষ, রাজ্য সিপিএমের মুখপত্রের ৫৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। প্রমোদ দাশগুপ্ত ভবনে কাল, শুক্রবার কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে বক্তা তারিগামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement