Dipak Halder

সদ্য বিজেপি-তে যাওয়া বিধায়ক দীপক হালদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

দুষ্কৃতীদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে বলেও দাবি বিজেপি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৫
Share:

বিধায়ক দীপক হালদারকে ঘিরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র

তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া বিধায়ক দীপক হালদারকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। রবিবার দুপুরে ডায়মন্ড হারবারে বৈঠক চলাকালীন দলীয় কার্যলয় ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বেশ কয়েক জন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিজেপি-র। পরে পরিস্থিতি স্বাভাবিক হতেই দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে যান দীপক। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ডায়মন্ড হারবার বিধানসভার ৫টি মণ্ডল কমিটি নিয়ে শহরের দলীয় কার্যালয়ে বৈঠক করছিল বিজেপি। অভিযোগ, বৈঠকে দীপক হালদার উপস্থিত হতেই বেশ কিছু দুস্কৃতী বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করে লাগাতার অশালীন মন্তব্য করতে থাকে। দুষ্কৃতীদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে বলেও দাবি বিজেপি-র। রাস্তা দিয়ে যাওয়ার পথে দুস্কৃতীদের হাতে কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন বলেও অভিযোগ।

ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বিধায়ক দীপক হালদার বলেন, ‘‘প্রাইভেট লিমিটেড কোম্পানির সময় শেষ হয়ে এসেছে। তাই বিজেপি কর্মীদের ওপর হামলা করছে। ডায়মন্ড হারবারের মানুষ এর জবাব দেবেন।’’ ডায়মন্ড হারবার টাউন মণ্ডলের বিজেপি সভাপতি সুরজিৎ হালদার বলেন, ‘‘সন্ত্রাস করে আর ভয় দেখিয়ে কোনও লাভ হবে না।’’

Advertisement

তবে সব অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন তৃণমূলের ব্লক সভাপতি অরুময় গায়েন। তিনি বলেন, ‘‘দাঙ্গাবাজ আর মৌলবাদীদের দল বিজেপি। দাঙ্গা-হাঙ্গামা ওদের সংস্কৃতি, আমাদের নয়। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement