WB Assembly

Holi 2022 Special:দোল উপলক্ষে অধিবেশন শেষে স্পিকারের অনুরোধে বিধানসভায় গান গাইলেন বিধায়ক অদিতি মুন্সী

অধিবেশন শেষে অদিতি বলেন, ‘‘আজ থেকেই আমাদের ছুটি পড়ে গেল। অধিবেশন শেষে স্পিকার আমাকে দোল উপলক্ষে গান গাইতে বলেছিলেন। কবিগুরু ছাড়া তো বাঙালির দোল হয় না। তাই কবিগুরুর দু’লাইন গান আমি গাইলাম। সব সদস্যরাই আমার সঙ্গে গুন গুন করলেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৯:৪২
Share:

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিধানসভার অধিবেশন শেষে গান গাইলেন গায়িকা বিধায়ক অদিতি মুন্সী। নিজস্ব চিত্র

দোল উৎসব শুক্রবার। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথমার্ধেই শেষ হয়ে গেল বিধানসভার অধিবেশন। তার আগে রাজারহাট গোপালপুরের বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সীকে গান গাওয়ার অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দোল উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের কয়েকটি লাইন গেয়ে শোনান তিনি। অদিতির গলায় তাঁর সতীর্থেরা শুনলেন, ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল’। কোনও বাদ্যযন্ত্র ছাড়াই অধিবেশন কক্ষে বেশকিছুক্ষণ গান করেন গায়িকা বিধায়ক।

Advertisement

অধিবেশন শেষে অদিতি বলেন, ‘‘আজ থেকেই আমাদের ছুটি পড়ে গেল। অধিবেশন শেষে স্পিকার আমাকে দোল উপলক্ষে গান গাইতে বলেছিলেন। কবিগুরু ছাড়া তো বাঙালির দোল হয় না। তাই কবিগুরুর দু’লাইন গান আমি গাইলাম। সব সদস্যরাই আমার সঙ্গে গুন গুন করলেন।’’

অদিতি ছাড়াও এই বিধানসভায় রয়েছেন চন্দননগরের বিধায়ক তথা গায়ক ইন্দ্রনীল সেন। এখনও পর্যন্ত কোনও অধিবেশনে তাঁকে গান গাইতে শোনা যায়নি। ২০১১-২০২১ পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন প্রাক্তন আমলা সুখবিলাস বর্মা। কংগ্রেসের বিধায়ক হয়ে তিনিও নানা সময়ে বিধানসভায় গান গেয়ে সরকারপক্ষের সমালোচনা করতেন। কিন্তু দোল বা কোনও অনুষ্ঠান উপলক্ষে কখনও গান গাইতে শোনা যায়নি তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement