মলয় ঘটকের বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে দুষ্কৃতী-হামলার অভিযোগ আসানসোলে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কয়েক দিন আগে মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আসানসোলে খোদ আইনমন্ত্রীর বাড়িতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এ বার একই থানা এলাকায় দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বেলার দিকে আসানসোলের নর্থ হিলভিউ এলাকার ব্যবসায়ী সুবীর বসুর বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকাটি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত। ঘটনাচক্রে, ওই থানা এলাকাতেই মলয়ের বাড়ি। সেখান থেকে শুক্রবারের ঘটনাস্থলের দূরত্ব মেরেকেটে দেড় কিলোমিটার।
সুবীরের অভিযোগ, মুখে কাপড় বাঁধা অবস্থায় দুই দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে পড়েছিল। কর্মচারীকে বন্দুক দেখিয়ে উপরতলাতেও উঠে গিয়েছিল তারা। বন্দুক হাতে দুই দুষ্কৃতীকে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন বাড়ির কর্তা ওই ব্যবসায়ী। তাঁর সঙ্গে ওই দু’জনের ধস্তাধস্তিও হয়। এর পরেই বেগতিক দেখে পালিয়ে যায় তারা।
দুষ্কৃতী হামলার অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ‘‘দুই দুষ্কৃতী বন্দুক নিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে এসেছিল। তারা ডাকাতি করতে এসেছিল, না কি খুন করতে, তা বোঝা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় নাকাতল্লাশি শুরু হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, দুষ্কৃতীরা কী উদ্দেশ্যে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল।’’