Sovandeb Chattapadhyay

বিরোধী দলনেতাকে দিল্লি-প্রস্তাব মন্ত্রীর

শুভেন্দু বলেছিলেন, সরকারের তরফে লিখিত প্রস্তাব পেলে তাঁরা ভেবে দেখবেন। বিরোধী দলনেতার সঙ্গে পরিষদীয় মন্ত্রীর এক প্রস্ত ফোনে কথাও হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৬:৩৪
Share:

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

নদীর ভাঙন মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাহায্যের দাবিতে দিল্লিতে একত্রে দরবার করতে যাওয়ার প্রস্তাব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ বার চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার বিগত অধিবেশনেই শোভনদেব প্রস্তাব দিয়েছিলেন, রাজ্যের স্বার্থে নদীর ভাঙন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের একসঙ্গে দিল্লি গিয়ে কেন্দ্রের সাহায্য চাওয়া হোক। শুভেন্দু বলেছিলেন, সরকারের তরফে লিখিত প্রস্তাব পেলে তাঁরা ভেবে দেখবেন। বিরোধী দলনেতার সঙ্গে পরিষদীয় মন্ত্রীর এক প্রস্ত ফোনে কথাও হয়েছিল। তার পরেই আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী। বিধানসভা সূত্রের খবর, পাঁচ পাতার চিঠিতে নদীর ভাঙনে ক্ষতির বহর, এই বিষয়ে সরকারি উদ্যোগ-সহ নানা তথ্য উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement