চলছে পরীক্ষা-নীরিক্ষা। —নিজস্ব চিত্র।
জবা ফুলের ডিএনএ পর্যবেক্ষণে সফল হল রায়দিঘির খাঁড়াপাড়া হাই স্কুল। বিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষামূলক ভাবে এই কাজ হয়েথে। গর্বিত স্কুল কর্তৃপক্ষ, ছাত্রছাত্রীরা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এ বার দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে বিজ্ঞানে ডিএনএ পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু ডিএনএ পর্যবেক্ষণ করতে গেলে যে সমস্ত সরঞ্জম দরকার, তা অনেক মূল্যবান। কিছু কিছু ক্ষেত্রে সব সরঞ্জাম পাওয়াও দুষ্কর। সেই সমস্যা মেটাতে বিজ্ঞান বিভাগের শিক্ষক শুভদীপ সামন্ত ছোটখাট সরঞ্জাম দিয়ে জবা ফুলের ডিএনএ পর্যবেক্ষণ করার ব্যবস্থা করেন। কিছু দিন আগে একটি জবা ফুলকে নানা প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ পর্যবেক্ষণ করিয়েছেন তিনি। বিজ্ঞান বিভাগের ওই শিক্ষক বলেন, ‘‘আমি ব্যবহার করেছি ডিটারজেন্ট, নুন, পেঁপের আটা, ও ঠান্ডা ইথানল সহ কয়েকটি সরঞ্জাম— যা বাজারে সহজেই পাওয়া যায়। জবা ফুল ছাড়াও পালং শাক, পেঁপের ডিএনএও পর্যবেক্ষণ করা যাবে। এতে ছাত্রছাত্রীরা খুব খুশি হয়েছে। তারা নিজের হাতে ডিএনএ পর্যবেক্ষণ করতে শিখে গিয়েছে।’’ প্রধান শিক্ষক মিলন সেনের কথায়, ‘‘প্রত্যন্ত এই এলাকার স্কুলে ডিএনএ পর্যবেক্ষণের ফলে ছাত্রছাত্রীরা খুবই আকৃষ্ট হয়েছে বিষয়টিতে। তা ছাড়া, ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখি করার জন্য ল্যাবরেটরি উন্নতি করতে সরকার যথেষ্ট ভাবে আর্থিক সাহায্য দিচ্ছে। আমাদের এই সাফল্য ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করবে।’’