sadhan pandey

প্রকল্পের কাজ হয়নি, সরকারি মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ মন্ত্রী সাধন পাণ্ডের

সাধন সরকারি আধিকারিকদের জেলার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৫
Share:

বোলপুরে সবলা মেলায় সাধন পাণ্ডে। নিজস্ব চিত্র।

বীরভূম জেলায় মুক্তিধারা নামক সরকারি প্রকল্পের কাজে খুশি নন সংশ্লিষ্ট ক্রেতা সুরক্ষা ও স্বর্নিভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। প্রকাশ্য মঞ্চ থেকে অসন্তোষ প্রকাশের পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উদ্দেশে সাধনের প্রশ্ন, ‘‘জেলায় কি বেকার নেই?’’

Advertisement

বোলপুর ডাকবাংলো মাঠে বুধবার থেকে শুরু হয়েছে সবলা মেলা। ৯ দিন চলবে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী সাধন। ছিলেন, মৎস্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ প্রমুখ।

সাধন সরকারি আধিকারিকদের জেলার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন। এমনকি, মন্ত্রী -সাংসদদের চেনেন কি না প্রশ্ন করেন। তারপর বলেন, ‘‘এই বীরভূম জেলায় সাড়ে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তাকে ১১ লক্ষ করতে হবে।’’

Advertisement

বীরভূম জেলায় সংশ্লিষ্ট দপ্তরের মুক্তিধারা নামক প্রকল্পের কাজে তিনি খুশি নন বলেও জানান মন্ত্রী। সে কথা বলে তিনি ২৫ জন সুপারভাইজারকে মঞ্চে ডাকেন। কেন জেলায় বেকারদের তালিকা সঠিক ভাবে তৈরি করা হচ্ছে না, তা জানতে চান। এ নিয়ে চন্দ্রনাথকেও প্রশ্ন করেন মন্ত্রী সাধন। বলেন, ‘‘বীরভূমে কি বেকার নেই? বেকারদের যে তালিকা সুপারভাইজার দিয়েছে তাতে আপনি খুশি চন্দ্রনাথবাবু?’’

সাধনের প্রশ্নের জবাবে সম্মতিসূচক ঘাড় নাড়লেও সরাসরি কোনও উত্তর দেননি চন্দ্রনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement