arup roy

ক্ষতি হবে না দলের, মন্ত্রিত্ব ছাড়তেই রাজীবকে নিশানা অরূপ রায়ের

অরূপের দাবি, রাজীব দল ছাড়লে তৃণমূলের কোনও ক্ষতি হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২২:২৮
Share:

খড়গপুরে অরূপ রায় এবং সৌমেন মহাপাত্র। নিজস্ব চিত্র।

হাওড়া জেলা থেকেই নির্বাচিত রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই তাঁকে কটাক্ষ করলেন হাওড়ার তৃণমূল সভাপতি তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে শনিবার গোলবাজার এলাকায় শুক্রবার একটি সমবায়ের নতুন শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির ছিলেন অরূপ। তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, খড়গপুর বিধায়ক প্রদীপ সরকার-সহ অন্যেরা।
ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজীবের মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ বলেন, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে যেতে চাইলে, এখনই যেতে পারেন। তাতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং লাভ হবে।’’
এক সময় অরূপের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজীব। ফেসবুক লাইভেও দলের কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজীবের অভিযোগ ছিল, তিনি কাজ করতে চাইলেও তৃণমূল নেতৃত্বের একাংশ তাতে বাধা দিচ্ছেন।
শুক্রবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও দল ছাড়েননি রাজীব। ডোমজুড়ের বিধায়ক পদেও ইস্তফা দেননি। যদিও অনেকের মতে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেবেন রাজীব। অরূপ রায় শুক্রবার বলেন, ‘‘দল ছেড়ে কেউ যেতেই পারেন। কিন্তু ডোমজুড় কেন্দ্রে ফের জিতবেন তৃণমূলের প্রার্থীই।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement