Anirban Bhattacharya

অভিনেতা অনির্বাণের উদ্যোগে তৈরি সেফ হোমের উদ্বোধনে মন্ত্রী অরূপ বিশ্বাস  

অভিনেতা অনির্বাণের উদ্যোগে তৈরি সেফ হোমের উদ্বোধন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২০:৪১
Share:

অনির্বাণ ভট্টাচার্যের উদ্যোগে তৈরি সেফ হোমের উদ্বোধন করলেন অরূপ বিশ্বাস।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের উদ্যোগে তৈরি সেফ হোমের উদ্বোধন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে বাঁশদ্রোণীর ব্রহ্মপু্র প্লেসে সবুজ সোনালি সংঘ ও অভিনেতা অনির্বাণের উদ্যোগে একটি সেফ হোমের উদ্বোধন হয়। আপাতত, ৮টি শয্যা বিশিষ্ট এই সেফ হোমের রক্ষণাবেক্ষণ করবে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু উদ্যোগটিতে সরকারি বা প্রশাসনিক সাহায্যের জন্য যাবতীয় সহযোগিতা করবেন স্থানীয় বিধায়ক ও কলকাতা পুরসভা। আপাতত, এই সেফ হোমটি ব্রহ্মপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের জন্য করা হয়েছে। অভিনেতা অনির্বাণ ও সবুজ সোনালি সংঘের তত্ত্বাবধানেই সেফ হোমটি চলবে বলে জানানো হয়েছে।

Advertisement

সেফ হোম উদ্বোধনের পর মন্ত্রী অরূপ বলেন, "ব্যস্ততম অভিনেতা হয়েও সবুজ সোনালি সংঘের সঙ্গে হাত মিলিয়ে যে ভাবে এই সেফ হোমটি অনির্বাণ তৈরি করিয়েছেন, তাতে স্থানীয় বিধায়ক হিসেবে আমি গর্বিত। এই সেফ হোমটি গড়ার জন্য অনির্বাণ অনেক পরিশ্রম করেছেন বলে আমি জানি।" তিনি আরও বলেন, "সরকার ও মুখ্যমন্ত্রী তো চেষ্টা করছেন। কিন্তু আমরা সবাই যদি যে যার নিজের জায়গা থেকে এগিয়ে আসি, তা হলে আমরা সবাই এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারব।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement