শিল্পী স্মরণে

প্রয়াত আধুনিক তথা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পিন্টু গুপ্তের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ‘প্রেরণা’। রবিবার সন্ধ্যায় খড়্গপুরের গোলবাজার দুর্গামন্দিরে প্রয়াত শিল্পীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০০:৪৫
Share:

প্রয়াত আধুনিক তথা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পিন্টু গুপ্তের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ‘প্রেরণা’। রবিবার সন্ধ্যায় খড়্গপুরের গোলবাজার দুর্গামন্দিরে প্রয়াত শিল্পীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন হয়। ২০১০ সালের ১১ অগস্ট শহরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শিল্পীর। এ দিনের অনুষ্ঠানে পিন্টু গুপ্তের নামে এক স্মরণিকা প্রকাশ করেন এসডিপিও সন্তোষ মণ্ডল। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার ও জেলা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে প্রেরণার শিক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement