বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া-সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করল এসইউসি। রবিবার সকালে নন্দীগ্রাম বাজারে এসইউসির নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে ওই মিছিল হয়েছে। এসইউসির নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস জানান, এবারের বন্যায় নন্দীগ্রামের অনেক চাষির ক্ষতি হয়েছে। তাঁদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য কমানোর দাবিতে এ দিন নন্দীগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।