অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিল প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলায় নানা কাজের জন্য প্রায় ৪৮ কোটি টাকা অনুমোদন করল জেলা পরিকল্পনা কমিটি। মঙ্গলবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসের সভাঘরে আয়োজিত জেলা পরিকল্পনা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি ২০১৪-১৫ আর্থিক বছরে জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলা পরিষদের বিভিন্ন কাজের পরিকল্পনা নিয়ে আলোচনার পরে এই সব কাজের অনুমোদন দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল জানিয়েছেন, জেলার পিছিয়ে পড়া এলাকাগুলির রাস্তাঘাট, কালভার্ট, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি, শৌচালয় তৈরি, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুদয়ন, গ্রাম পঞ্চায়েত ভবন প্রভৃতি পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড (বিআরজিএফ) প্রকল্পে এ বার মোট প্রায় ৪৮ কোটির টাকার কাজের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এ ছাড়াও রাজ্য সরকারের তৃতীয় অর্থ কমিশন ও কেন্দ্রীয় সরকারের ত্রয়োদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা অনুমোদিত হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের কারণে জেলা পরিকল্পনা কমিটির বৈঠক পিছিয়ে গিয়েছিল। বিআরজিএফ প্রকল্পে চলতি আর্থিক বছরে জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কাজের জন্য মোট ২৩ কোটি ৯১ লক্ষ টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৫টি পঞ্চায়েত সমিতির নানা কাজের জন্য ১৫ কোটি ৫১ লক্ষ টাকার পরিকল্পনা অনুমোদিত হয়েছে। আর ৫টি পুরসভা এলাকার জন্য ৩ কোটি ৬১ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। আর জেলা পরিষদের প্রস্তাবিত বিভিন্ন কাজের জন্য ৫ কোটি টাকা অনুমোদিত হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে জেলায় মোট ৪৮ কোটি ৪ লক্ষ টাকার কাজের অনুমোদন দিয়েছে জেলা পরিকল্পনা কমিটি।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্বের জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহ-সভাধিপতি শেখ সুপিয়ান, জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল-সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পুরসভার কাউন্সিলর-সহ জেলা পরিকল্পনা কমিটির সদস্যরা।